কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৮ জুলাই ২০২২

নওগাঁর মহাদেবপুরে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে রাজু হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজু হোসেন খোর্দ্দ কালনা গ্রামের হায়দার আলী মণ্ডলের ছেলে। এর আগে রোববার দুপুরে ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে একটি মামলা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের মাস্টার্সের ফলাফল প্রত্যাশী। কলেজে আসা-যাওয়ার পথে রাজু হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। এক পর্যায়ে ওই ছাত্রীর সরলতার সুযোগ নিয়ে ঘনিষ্ঠ কিছু ছবি মোবাইলে ধারণ করে রাজু। পরে সে ছবিগুলো দেখিয়ে তাকে ব্লাকমেইল করতে শুরু করেন। এছাড়াও রাজু তার নিজের ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন। ঘটনাটি জানাজানি হলে রোববার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে থানায় একটি মামলা করলে পুলিশ রাতেই তাকে আটক করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামিনুর ইসলাম বলেন, মামলা দায়েরর পর রাজুকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তার মোবাইল ফোনে সেই সব ছবিও পাওয়া গেছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।