নোয়াখালীতে কিশোরীকে ১০ দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরে অপহরণের পর এক কিশোরীকে (১৩) ১০ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ জুলাই) রাতে এ ঘটনায় অটোরিকশাচালক মো. আজগর হোসেনকে (৩০) আসামি করে ভুক্তভোগীর মা চরজব্বার থানায় মামলা করেছেন। এর আগে ৯ জুলাই (শনিবার) অপহরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। অন্যদিকে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আসামি ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আজগর হোসেনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে নানাবাড়িতে বসবাস করতেন।
ভুক্তভোগীর মা ও মামলার বাদী জাগো নিউজকে জানান, গত ৯ জুলাই তিনি তার কিশোরী মেয়েকে বাড়িতে রেখে ফেনীতে বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে পূব পরিচয়ের সূত্র ধরে আজগর হোসেন তার মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যান। পরে সোমবার (১৮ জুলাই) বিকেলে তার মেয়েকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় ফেলে চলে যান।
উদ্ধারের পর কিশোরী জানায়, অপহরণের পর আজগর হোসেন তাকে ১০ দিন বিভিন্নস্থানে আটক রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে তাকে বাড়ি পৌঁছে না দিয়ে আলেকজান্ডার এলাকায় ফেলে চলে যান। পরে বিষয়টি মাকে জানালে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম