টাকা আত্মসাৎ মামলায় ফের জামিন চাইলেন ‘কুয়াকাটা হুজুর’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৯ জুলাই ২০২২

এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় আগাম জামিন চেয়েছেন কুয়াকাটা হুজুর খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকী।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। এ সময় আদালতের বিচারক সাদেকুর রহমান আগামী ২৪ জুলাই তার জামিন শুনানির তারিখ ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া তার ছয় সপ্তাহের জামিন বৃহস্পতিবার (২১ জুলাই) শেষ হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলার আসামি হাফিজুর রহমানের নামে চারটি মামলা চলমান। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিনে আছেন। বৃহস্পতিবার তার জামিনের সময়সীমা শেষ হবে। এজন্য ফের জামিন চেয়ে আবেদন করেন হাফিজুর রহমান। আদালত জামিন শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করেছেন।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তার ভাইয়েরা বর্তমানে কারাগারে। এরই মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।