রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৯ জুলাই ২০২২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় আফরোজা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার সন্তোষপুর-বাঙ্গাবাড়ি সড়কে দাঁড়িপাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার রুবেল আলীর মেয়ে।

নিহতের চাচা আব্বাস আলী বলেন, আফরোজা প্রাইভেট পড়তে গিয়ে সন্তোষপুর-বাঙ্গাবাড়ি সড়কে রাস্তা পারাপার হচ্ছিল। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। করও কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।