মুক্তিপণের টাকা নিতে এসে ৫ ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৭ এএম, ২০ জুলাই ২০২২

নোয়াখালীর সদর উপজেলায় দাবি করা চাঁদার টাকা নিতে এসে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়েছে পাঁচ পেশাদার ছিনতাইকারী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে সুধারাম থানায় মামলা করে আটকদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (১৮ জুলাই) রাতে ভুক্তভোগী নিজাম উদ্দিনের (৩৪) কাছ থেকে দাবি করা চাঁদার টাকা নিতে এলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নোয়াখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কাশেম উকিল মোড় এলাকার মো. রাশেদ খান রাফি (৩২), আশরাফুল শাহরিন শান্ত (২৩), হাবীবুর রহমান জীবন (২৫), মো. সুজন (২৫) ও সুপার মার্কেটের মোবাইল ব্যবসায়ী মো. আরিফ হোসেন (২৩)।

ভুক্তভোগী নিজাম উদ্দিন বলেন, গত ৫ জুলাই রাত ৮টার দিকে রিকশাযোগে আমি মাইজদী নতুন কলেজ রোড দিয়ে বাড়ি যাওয়ার সময় কাশেম উকিল মোড়ে আসামি রাফি, শান্ত, জীবন ও সুজন আমাকে রিকশা থেকে নামিয়ে বেদম মারধর করে এবং সঙ্গে থাকা দুটি মোবাইল সেট ও নগদ ৫০ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়।

‘এরপরও রাত ১১টা পর্যন্ত আমাকে আটক রেখে হত্যার ভয় দেখিয়ে তারা মোবাইলে আমার স্ত্রীর কাছে আরও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে নিরুপায় হয়ে আমার স্ত্রী তাদের বিকাশে আরও ২০ হাজর ৪০০ টাকা পাঠালে আমাকে ছেড়ে দেয়।’

‘এরপর মঙ্গলবার আসামি রাফি তার মোবাইল থেকে আমার স্ত্রীকে ফোন করে মুক্তিপণের আরও ১০ হাজার টাকা দাবি করে। পরে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে জানালে তিনি বিষয়টি শুনে সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান করেন।

‘সেখানে আমার কাছ থেকে টাকা নিতে এলে চার ছিনতাইকারীকে নগদ পাঁচ হাজার টাকাসহ আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে, নোয়াখালী সুপার মার্কেটের মোবাইল দোকানদার আরিফকে আমার একটি মোবাইল (ভিভো) সেটসহ তার দোকান থেকে আটক করে।’

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। পরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইকবাল হোসেন মজনু/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।