গাছের নিচে মিললো ২৭ ককটেল, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০৭ এএম, ২১ জুলাই ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৭টি ককটেলসহ তোতা মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তোতা মিয়া উপজেলার গোলাপ বাজার এলাকার বিনানগর এলাকার আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার বিকেলে উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানে অভিযান চালিয়ে একটি নিম গাছের নিচে থেকে ২৭টি ককটেলসহ তোতাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, রাজশাহী সদরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম এনামুল করিম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার জয় কুমার সরকার।

সোহান মাহমুদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।