ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০২ পিএম, ২২ জুলাই ২০২২
দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা

ফেনীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া ফুড অ্যান্ড ফান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শাকিল (২০) ও জেসমিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি দাগনভূঞা উপজেলা থেকে ফেনীর দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রাকটি ফেনীর দিক থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল ও জেসমিন আক্তার নিহত হন। এ সময় জান্নাতুল ফেরদাউস, তরিকুল ইসলাম, রাজিব চন্দ্র দাশ ও জান্নাতুল আফনান নামের আরও চারজন আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী জেনারল হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ জানান, ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।