অস্ত্রসহ ফেনী জেলা যুবদল সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২২ জুলাই ২০২২
জাকির হোসেন জসিম

অস্ত্রসহ ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফেনী নিয়ে আসা হয়।

জাকির হোসেনের বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে। তিনি শহরের রামপুরের একটি বাসায় থাকতেন।

পুলিশ জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তার ফেনীর বাসা থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে।

তবে জাকির হোসেনের স্ত্রী লুৎফুর নাহার অভিযোগ করে বলেন, তার স্বামীকে পুলিশ পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে এর আগেও সাতটি মামলা রয়েছে। তবে জাকির হোসেনের স্ত্রীর অভিযোগ ওসি অস্বীকার করে বলেন, জাকিরের স্ত্রীর অভিযোগ সত্য নয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।