শেষ গোসলে দেখা গেলো গোপনাঙ্গ কাটা
গোসলের সময় পঞ্চগড়ে রোস্তম আলী (৫৫) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কাটা দেখে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়।
শুক্রবার (২২ জুলাই) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের প্রত্যন্ত শালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোস্তম আলী ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
রোস্তম আলীর স্ত্রী আয়না বেগম জানান, ছয় দিন আগে তার স্বামী কাউকে না জানিয়ে অজানা কারণে নিজের গোপনাঙ্গের অর্ধেক কেটে দেন। পরে কাপড়ে রক্ত দেখে তাকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি স্বীকার করেন। এ কয়দিন স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয়। স্বামী মানসিক ভারসম্যহীন ছিলেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেল, মান সম্মানের ভয়ে কাউকে জানানো হয়নি। স্থানীয় চিকিৎসকরা হাসপাতালে নিয়ে যেতে বলছিলেন। আজকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু এর আগেই তিনি মারা যান।
পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বলেন, তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/জিকেএস