টেকনাফে নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা প্রতিনিধি উদ্ধার
নিখোঁজের ১৪ দিন পর কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজার থেকে একরাম (৪২) নামের এক রোহিঙ্গা প্রতিনিধিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে ৯ জুলাই ওই বাজারে গরু বিক্রি করতে যান একরাম। তিনি নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান ও একই ক্যাম্পের মো. হাশিমের ছেলে।
এপিবিএন ১৬ এর অধিনায়ক তরিকুল ইসলাম তারিক বলেন, একরামকে বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাকে নয়াপাড়া আইপিডি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনি ফিরে এলেই তার নিখোঁজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস