অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে ফেনীর গ্রামীণ দৃশ্যপট
দিনদিন বদলে যাচ্ছে ফেনীর গ্রামীণ দৃশ্যপট। ২০২১-২২ অর্থবছরে জেলার ছয় উপজেলায় ১৬০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয়েছে। ফলে জেলার সব স্তরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ফেনী জেলায় ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয়েছে। ১৬০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নের মধ্যে প্রায় ৫০ দশমিক ৮০ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত হয়েছে ৫১ কিলোমিটার। ৩ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার কালভার্ট মেরামত করা হয়েছে। ৭৫ কোটি টাকা ব্যয়ে ১০৫ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। পাঁচটি গ্রামীণ বাজার ১০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করা হয়েছে। ২১ কোটি টাকা ব্যয়ে ১০৭ মিটার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাইয়ারা রাস্তার মাথা হয়ে সোনাগাজী বাইপাস সড়কে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার রাস্তার কাজ চলমান।

এছাড়া ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ফেনীতে ১ হাজার ৮৪৪ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন ও ১ হাজার ৪৭০ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। একই সঙ্গে এই জেলায় ২৩৮ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণাধীন ও ১৫৩ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণাধীন।

জানতে চাইলে এলজিইডির ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে অদম্য অগ্রযাত্রায় ফেনীতে ব্যাপক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে ও চলছে। এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, হাট-বাজারসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলাকার জনগণের জন্য কাজ করছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ মোতাবেক ‘আমার গ্রাম, আমার শহর’ হবে।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত রাষ্ট্র বাস্তবায়নে পুরো জেলায় সমানতালে উন্নয়ন অব্যাহত রয়েছে। ফেনীতে তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, তাহলেই আমরা এগিয়ে যাবো। আমরা এগিয়ে গেলে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
এমআরআর/জেআইএম