সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিকের ফেনীতে মৃত্যু
শরিয়তপুরে সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ভারতীয় নাগরিকের নাম প্রফুল্ল কুমার মজুমদার (৬৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনীয়া মহকুমার গোলাইবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও নিহতের ভাই অমূল্য কুমার মজুমদার জানান, গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে প্রফুল্ল কুমার মজুমদার শরিয়তপুর রামঠাকুরের আশ্রমের উদ্দেশ্যে রওয়ানা হয়। শুক্রবার ভোর ৪টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে তাদের কোনো আত্মীয় না থাকায় চট্টগ্রামে নেওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা।
শনিবার দুপুরে আহতকে নিয়ে চট্টগ্রামে রওয়ানা হন স্বজনরা। বিকেলে গাড়িতে তার অবস্থা আশংকাজনক মনে হলে সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল জানান, হাসপাতালে আনার আগেই ওই রোগী মারা যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে রাষ্ট্রীয় নিয়মনীতির মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।
আরএইচ/