ফেনীতে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
ফেনী সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সজিব উল্লাহ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই মো. সোহেল।
সজিব উল্যাহ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের আবদুর রব মেম্বার বাড়ির মো. সোলেমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসখানেক আগে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দাগনভূঞা উপজেলার নুরুল্লাহপুর গ্রাম ও ফেনী সদর উপজেলার রতনপুর গ্রামের যুবকদের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত ৯ জুলাই পরিকল্পিতভাবে ডেকে সজিব উল্লাহ ও তৌহিদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে ছুরিকাহত করেন।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। তাদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে তৌহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সজিবকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় সজিবের বড় ভাই বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ এজাহারনামীয় দুজনকে গ্রেফতার করে। এদের একজন একজন জামিনে ছাড়া পেয়েছেন। অন্যজন কারাগারে রয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মামলাটি তদন্তনাধীন। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম