মামলার হাজিরা দিয়ে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৬ জুলাই ২০২২
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলারজুম এলাকার বাদামতলী স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম (৬৫) একই এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাফর আলম চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিয়ে সোমবার বাড়ি ফিরছিলেন। এসময় ছনখোলা স্টেশনে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তারা উল্লাস করতে করতে নির্জন পাহাড়ের দিকে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানায়, পাহাড়িয়াখালী এলাকার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীরের সঙ্গে জাফর আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বন বিভাগের সংরক্ষিত জায়গা ও বালু মহালের আধিপত্য নিয়ে দুপক্ষের এই বিরোধ। তাদের মধ্যে একাধিকবার রক্তপাতও সংঘটিত হয়েছে। তারই জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত জাফরের স্ত্রী জ্যোৎস্না আক্তার বলেন, জমিসহ নানা বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।