বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৬ জুলাই ২০২২

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টা দিকে ফকিরহাটের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান, ক্লাসিক মেঘনা পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত দুইজনসহ ২০ জনের মতো আহত যাত্রীদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটির চালক পালিয়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।