কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৬ জুলাই ২০২২
ফাইল ছবি

কক্সবাজার টেকনাফের লেদায় নারী শিশু সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. আব্দুর রহিম এ রায় দেন। পাশাপাশি প্রত্যেক আসামির এক লাখ টাকা জরিমাান ও অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফের হ্নীলার লেদা এলাকার আবদুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমদের ছেলে হেলাল উদ্দীন ও মুহামমদ কলিমের ছেলে মমতাজ মিয়া। তারা তিনজনই পলাতক রয়েছেন। অপর আসামি নুর মোহাম্মদ মারা যাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৫ এপ্রিল বিকেল ৩টার দিকে টেকনাফের লেদা এলাকার পাহাড় থেকে ভিকটিম শিশুটি লাকড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে আসামিরা পাহাড়ের নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পথচারীরা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেন।

স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা বলেন, রায়ে প্রমানিত হয়েছে কোনো অপরাধী অপরাধ করে পার পায় না।

সায়ীদ আলমগীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।