নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৭ জুলাই ২০২২

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নওসের মোল্লা (৮০)। বয়সের ভারে ন্যুজ। কোনোরকমে দাঁড়াতে বসতে পারলেও হাঁটতে হয় অন্যের সহায়তায়। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না বেশ কয়েক বছর। তিনি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দাদার এমন আবদারে তাকে কোলে করে ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে হাজির হন নাতি রবিউল মোল্লা।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নাতির কোলে চড়ে ডুমাইন শহিদ মফিজ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন বৃদ্ধ আসেন নওসের মোল্লা।

Faridpur-1

নওসের মোল্লা জাগো নিউজকে বলেন, বয়স হয়েছে। আমি কোনোদিন ভোট মিস করিনি। আবার শুনলাম ডিজিটাল ভোট। তাই ভোট দিতে নাতির কাছে বায়না ধরলাম। কখন বাঁচি মরি বলা তো যায় না। তাই জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।

নাতি রবিউল মোল্লা জাগো নিউজকে বলেন, ইউনিয়ন পরিষদের ভোট। দাদা ভোটের খবর শুনে ভোট দিতে খুব আগ্রহ প্রকাশ করেন। বার বার ভোট দিতে যাওয়ার অনুরোধ জানান। প্রথমে তাকে নিরুৎসাহিত করলেও কেন্দ্রে যেতে খুব জোরাজুরি করেন। পরে বাধ্য হয়ে দাদাকে খুশি রাখতে ভোট দেওয়াতে নিয়ে আসছি। তাকে ভোটকেন্দ্রে আনতে পেরে আমারও ভালো লাগছে।

এন কে বি নয়ন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।