ফরিদপুরে তিনটি ইউপিতেই নৌকার পরাজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২২
ফাইল ছবি

ফরিদপুরের মধুখালীর তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব কয়টিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। ইউনিয়ন তিনটি হলো- আড়পাড়া, ডুমাইন ও মেগচামী।

কোনোধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে বুধবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে আড়পাড়াতে স্বতন্ত্র প্রার্থী সাদিককুর রহমান সাজ্জাদ (মোটরসাইকেল প্রতীক) জয়ী হন। এ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আরমান হোসেন বাবু পরাজিত হন।

অন্যদিকে, ডুমাইন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস প্রতীক) বিজয়ী হন। এ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী খোরশেদ আলম মাসুম পরাজিত হন। এছাড়া, মেগচামী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাব্বির উদ্দিন শেখ (চশমা প্রতীক) জয় লাভ করেন। এ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মো. হাসান আলী খান পরাজিত হন।

মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম আফজাল হোসেন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। এ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার ওই তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিল ৩১ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৩ এবং নারী ভোটার ছিলেন ১৫ হাজার ২৫৭ জন।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।