ফেনীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৮ জুলাই ২০২২
গ্রেফতার মাদরাসাশিক্ষক আব্দুল্লাহ আল মাসুম

ফেনীর দাগনভূঞা উপজেলার একটি মাদরাসার আবাসিক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেফতার ওই শিক্ষককে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল মাসুম (২২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের খেম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মাদরাসা শিক্ষক আব্দুল্লাহ আল মাসুম ওই ছাত্রকে ঘুম থেকে তুলে বলৎকার করেন। এরপর ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে ভয় দেখান। বলাৎকারের শিকার ছাত্র কৌশলে মাদরাসা থেকে বাড়িতে এসে অভিভাবকদের কাছে ঘটনাটি প্রকাশ করে। পরে রাতে ছাত্রের নানি থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে বুধবার রাতেই পুলিশ মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ওই মাদরাসাশিক্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে মামলার অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।