সুনামগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৮ জুলাই ২০২২
প্রতীকী ছবি

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে ও ছাতকের বোবরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেরাই মিয়া (৩৫) ও জইন উদ্দিন (৩৮)। তেরাই মিয়া উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে ও জইন উদ্দিন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, তেরাই মিয়া সকালে হাওরে মাছ ধরতে হাওরে যান। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে তিনি বাড়ি ফিরতে শুরু করেন। পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে সকালে মুষলধারে বৃষ্টির সময় জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।