কক্সবাজারে ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
কক্সবাজারে শিশু ধর্ষণ মামলায় দিলীপ ঘূর্ণী (ধুপি) নামের এক পলাতক আসামির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
আদালতের স্পেশাল পিপি সৈয়দ মো. রেজাউর রহমান (রেজা) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত দিলীপ ঘূর্ণী কুতুবদিয়ার উত্তর ধুরুং (ধূপী পাড়া) এলাকার গৌরীর ছেলে। আসামি মামলার শুরু থেকে পলাতক। তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হয়েছে।
আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানান সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ এপ্রিল মেয়েকে ধর্ষণ অভিযোগে কুতুবদিয়া থানায় মামলা করেন দক্ষিণ সুর (জেলে পাড়া) বাসিন্দা ও স্বামী পরিত্যক্তা কিরন জলদাস। মামলায় মোট আটজন সাক্ষ্য দেন। তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণের পর দীর্ঘ ১৩ বছর তিন মাসের মাথায় মামলার রায় ঘোষণা করেন আদালত।
সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস