মোনায়েমের ছবিটি এখন এআইজিপি মনিরুল ইসলামের কাছে
‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আবদুল্লাহ আল মোনায়েমের পা দিয়ে আঁকা সেই ছবিটি এখন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মো. মনিরুল ইসলামের কাছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে তিনি ফেনীতে গেলে সার্কিট হাউজ প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এসময় শুভেচ্ছা উপহার হিসেবে মোনায়েমের আঁকা সেই ছবিটি মনিরুল ইসলামের হাতে তুলে দেন পুলিশ সুপার।
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই হাত ছাড়া জন্মগ্রহণ করলেও শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারেনি ফেনীর দাগনভূঞা একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মোনায়েমকে। ইচ্ছাশক্তি দিয়ে ক্লাসের মেধা তালিকায় স্থান করে নিয়েছে সে। অর্জন করে চলেছে একের পর এক পুরস্কার।
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মোনায়েম। জন্মের পর দুই হাত না থাকায় মা-বাবা ও পরিবারের সদস্যদের মন খারাপ হলেও আদর-স্নেহ দিয়ে বড় করে তোলেন তার মা বিবি কুলসুম। ছয় বছর বয়সে ভর্তি করান স্কুলে। এরপর থেকেই সে ভালো ফলাফল করতে থাকে। পা দিয়ে প্রতিদিনের পড়া খাতায় নোট করে। দুই ভাইয়ের মধ্যে মোনায়েম বড়। অন্য সবার মতো তার সহপাঠী, শিক্ষক-শিক্ষিকারা তাকে আদর করেন।
পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে সে। চিত্রাঙ্কনে আগ্রহ দেখে তার মা তাকে দাগনভূঞার উজ্জীবক আর্ট স্কুলে ভর্তি করান। জেলা ও উপজেলায় সেরা পুরস্কার লাভ করে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয় মোনায়েম। চলতি বছর ফেনী জেলা পুলিশের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও সে পুরস্কার লাভ করে।
এমরারআর