বারহাট্টায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে দুলাল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের আসমা গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। দুলাল মিয়া ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অন্যান্যদিনের মতো দুলাল মিয়া নিজ গোয়াল ঘরে গরুর পরিচর্যা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে দুলাল মিয়া ও তার গরুটি মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা দুলাল মিয়াকে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
আসমা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল গিয়েছি। খুবই হৃদয় বিদারক ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনার পর ঘটনাস্থলে গিয়েছি। শোকাহত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এইচএম কামাল/এমএএইচ/