দুর্গাপুরে কীটনাশক পানে কলেজছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ৩১ জুলাই ২০২২
কলেজছাত্র হৃদয়

নেত্রকোনার দুর্গাপুরে হৃদয় (২০) নামে এক কলেজছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় কীটনাশক পানের পর রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী ওই উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের মো. উজ্জ্বল মিয়ার ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা পোকা দমনের কীটনাশক পান করেন হৃদয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসায় রাতে কিছুটা সুস্থ হলেও ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা সবুজ মিয়া বলেন, কাউকে না জানিয়ে তিন মাস আগে কোর্টের মাধ্যমে এক মেয়েকে বিয়ে করে হৃদয়। বিয়ের বিষয়টি মেয়ের পরিবারসহ সবার মধ্যে জানাজানি হলে ছেলে ও মেয়ের ওপর চাপ সৃষ্টি হয়। মেয়ের পরিবার থেকে ছেলেকে ডিভোর্স দিতে বলা হয়। হৃদয় এটি মেনে নিতে না পেরেই বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।