আ’লীগ নেতারা অর্থ পাচার করেছেন: বুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ৩১ জুলাই ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করে ক্ষমতাসীন দলের নেতারা বিদেশে অর্থ পাচার করেছেন। বেগম পাড়ায় বাড়ি করেছেন। দেশের টাকায় বিদেশে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এদেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেবো না।

jagonews24

রোববার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

jagonews24

সমাবেশে বক্তাগণ বলেন, একদিকে গণতন্ত্র, মানবতা, মানবাধিকার ও আইনের শাসন হরণ করেছেন; অন্যদিকে বাংলাদেশের মেহনতি মানুষের ঘাম ও শ্রমের টাকায় আপনারা একেকজন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এ সরকারকে টেনে হিঁচড়ে নামাতে হবে। এ মাটিতে গণতন্ত্রকে কায়েম করতে হবে। তারা জনগণকে দেশের সম্পদ পাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে গণপ্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।