লোকালয়ে আসা বানর সুন্দরবনে অবমুক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ৩১ জুলাই ২০২২

সুন্দরবন থেকে লোকালয়ে আসা বানরটি উদ্ধারের পর পুনরায় বনে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (৩১ জুলাই) বিকেলে জিউধারা ফরেস্ট অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ বাজিকরখন্ড এলাকায় ঢুকে পড়ে বানরটি। পরে ওই এলাকার দক্ষিণ বাজিকরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় উৎপাত শুরু করে বানরটি। পরে স্থানীয়রা খবর দিলে সেখান থেকে বানরটি উদ্ধার করি। পরে সেটি জিউধারা ফরেস্ট অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।

jagonews24

তিনি বলেন, গত দুই মাসে মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে ছয়টি অজগর, দুটি কেউটে, চারটি বানর, একটি কচ্ছপ ও একটি তক্ষক উদ্ধার করা হয়। পরে সেগুলো উদ্ধার করে আবারও বনে ফেরত পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।