ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ৩১ জুলাই ২০২২

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। রোববার (৩১ জুলাই) দুপুরে হেলিকপ্টার যোগে এখানে আসেন তিনি।

এসময় মুস্তাফা ওসমান তুরান বলেন, স্থাপত্যের অসাধারণ নিদর্শন এ মসজিদ। ৬০টি পিলারের ওপর অসংখ্য গম্বুজ বেষ্টিত মসজিদটি অনন্য একটি ইসলামিক স্থাপত্য। এ স্থাপনা যুগ যুগ ধরে বিশ্বের বুকে সম্মান-সুনাম বৃদ্ধি করে চলেছে।

এসময় রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সঙ্গে তার ছেলে মেহমাদ আল্ফ তুরান, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।