অপহরণের ৯ দিন পর কলেজছাত্রী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০১ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

অপহরণের ৯ দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে মদন থানার পুলিশ। রোববার (৩১ জুলাই) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বাড়ি থেকে কলেজে যাওয়া আসার পথে উপজেলার চানগাঁও গ্রামের স’মিল শ্রমিক সুমন মিয়া (২০) তাকে কুপ্রস্তাব দিতেন। প্রস্তাবে সাড়া না পেয়ে গত ২৩ জুলাই মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল বাজার এলাকা থেকে তাকে অপহরণ করেন সুমন।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সুমন মিয়াসহ পাঁচজনকে আসামি করে ২৮ জুলাই মদন থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার (৩১ জুলাই) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণ মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম কামাল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।