শরীয়তপুরে সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:০৬ এএম, ০২ আগস্ট ২০২২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সার মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল এ জরিমানা করেন।

ওই সার ব্যবসায়ীর নাম মো. সোহেল মাদবর। তিনি উপজেলার সেনেরচর দক্ষিণকান্দি গ্রামের আজগর আলী মাদবরের ছেলে।

ইউএনও কামরুল হাসান সোহেল জানান, উপজেলার ডুবিসায়বর এলাকায় সোহেল মাদবর অবৈধভাবে ৪০০ বস্তা ইউরিয়া সার মজুত করার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. ছগির হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।