বোনের পর মায়ের কোল শূন্য করে চলে গেলো শিশু রেজোয়ান
দিনাজপুরের খানসামা উপজেলায় পানিতে ডুবে রেজোয়ান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার আলোকাঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেজোয়ান একই এলাকার হাবিবুর রহমান কবিরাজের ছেলে।
খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের এক মেয়ে এবং এক ছেলে ছিল। দেড় বছর আগে হাবিবুর রহমানে স্ত্রী জেসমিন আক্তার ও মেয়ে হাবিবা সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তার স্ত্রী বেঁচে গেলেও তার ৯ বছর বয়সী মেয়ে হাবিবার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে মা জেসমিন আক্তার বসেছিলেন। তার পাশে খেলছিল রেজোয়ান। একপর্যায়ে সে মায়ের দৃষ্টি এড়িয়ে পুকুরে পড়ে মারা যায়।
এসআই আশরাফুল বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস