সারের কৃত্রিম সংকট তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০২ আগস্ট ২০২২

সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্যের মূল্য ভাউচার সংরক্ষণ না করার অপরাধে দিনাজপুরের হাকিমপুরে তিন কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে পৌরশহরসহ উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে আলম।

উপজেলার হরিহরপুর মিজান ট্রেডার্স ১০ হাজার, বোয়ালদাড় এ ইলিয়াস ট্রেডার্সকে ১০ হাজার এবং পৌরসভার জোয়ার্দার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চলমান বিদ্যুৎ সমস্যায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকের কাছ থেকে মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করছেন। কয়েকদিন থেকে এমন অভিযোগ আসায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় তিন কীটনাশকের দোকানে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্যের মূল্য ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহাবুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।