বাঘের থাবায় আহত হরিণ সুন্দরবনে অবমুক্ত
মোংলায় বাঘের থাবায় আহত মায়া হরিণটি চিকিৎসার পর বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে হরিণটি সুন্দরবনের করমজল এলাকায় ছেড়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন সংলগ্ন বরইতলা এলাকায় বাঘের থাবা খেয়ে হরিণটি লোকালয়ে চলে আসে। পরে ওই গ্রামের মান্নানের বাড়ি থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেওয়া চিকিৎসা।

তিনি আরও জানান, বুধবার দুপুরে হরিণটি বনের করমজল এলাকায় ছেড়ে দেওয়া হয়। বাঘের আক্রমণে হরিণটির মাথার শিং, একটি পা ও পিছনের অংশে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। ওষুধ ও ড্রেসিং করে ক্ষত শুকানোর পর সুস্থ করে হরিণটি বনে ছাড়া হয়েছে।
আরএইচ/এমএস