ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৩ আগস্ট ২০২২

বাংলাদেশ থেকে অবৈধপথে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন। বুধবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্তের মাটিলা বিওপির টহল দল জলুলী গ্রাম থেকে তাদের আটক করে।

আটকদের মধ্যে ১০ জন পুরুষ, দুজন নারী ও ছয়জন শিশু রয়েছে। তাদের বাড়ি বরিশাল, গোপালগঞ্জ, সাতক্ষীরা, নড়াইল, সুনামগঞ্জ, যশোর, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার ও সহায়তার অপরাধে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।