শরীয়তপুরে পুলিশি বাধায় যুবদলের সমাবেশ পণ্ড
শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অন্যায়ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার দাবি করছি। অন্যথায় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস