ঝিকরগাছা পৌরসভার নকশাকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ আগস্ট ২০২২

যশোরের ঝিকরগাছায় মিজানুর রহমান (৪৪) নামের এক নকশাকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে উপজেলার বিএম হাইস্কুল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি পৌরসভার নকশাকারের দায়িত্ব পালন করতেন। মিজানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পর দুই মেয়ে তার বাবাকে ডাকতে রুমে যান। দরজা বন্ধ থাকায় বারবার ডেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি ঝুলে আছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।