নিখোঁজের পরদিন নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৪ আগস্ট ২০২২
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে নিখোঁজের একদিন পর তৈলক্ষ্য বর্মণ (৪৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তৈলক্ষ্য বর্মণ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বাসিন্দা ও আকচা দক্ষিণ বঠিনা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, টাঙ্গন নদীর একপাড়ে শিক্ষক তৈলক্ষ্য বর্মণের বাড়ি আর অন্যপাড়ে তার স্কুল। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে স্কুল থেকে ফেরার পথে তিনি টাঙ্গনের বঠিনা ঘাটে যান। ঘাটে নৌকার মাঝি না থাকায় সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফিরতে গিয়ে ডুবে নিখোঁজ হন ওই শিক্ষক।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, জেলা ডুবুরি দল না থাকায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা বৃহস্পতিবার সকালে এসে অনেক খোঁজাখুঁজি করলেও ওই শিক্ষককে পাওয়া যায়নি। দুপুর ১টার দিকে নিখোঁজ স্থান থেকে আট কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

তানভীর হাসান তানু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।