প্রাথমিক নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি, মৌখিক দিতে এসে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৪ আগস্ট ২০২২
আটক স্বপন সেন

পঞ্চগড়ে প্রাথমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে মৌখিক পরীক্ষার সময় তাকে পুলিশের হাতে তুলে দেয় জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড।

আটক স্বপন উপজেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার কমলাকান্ত সেনের ছেলে।

পুলিশ ও নিয়োগ বোর্ড সূত্র জানায়, ৩০ হাজার টাকায় প্রক্সির মাধ্যমে অন্য একজনকে দিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন স্বপন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে হাতের লেখা মিল না হওয়ায় ধরা পরেন তিনি। জিজ্ঞাসাবাদে প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস করার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে আরও চার পরীক্ষার্থীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বলেন, নিয়োগ বোর্ড লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ওই পরীক্ষার্থীকে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।