টাঙ্গুয়া-মাতিয়ান হাওরে মাছ শিকার, ৭ জেলের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৪ আগস্ট ২০২২

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়া-মাতিয়ান হাওরে অবৈধভাবে মাছ ধরায় সাত নৌকার মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির তাদের জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ জাল দিয়ে হাওরে মাছ শিকারের সংবাদ পেয়ে ইউএনও হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালার। এসময় টাঙ্গুয়া ও মাতিয়ান হাওরে সাত নৌকার মালিককে আট হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানে ছয়টি কোনাজাল ও একটি কারেন্ট জাল জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান বলেন, হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। যারাই হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করবেন তাদের আইনের আওতায় আনা হবে।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।