যমুনায় নতুন করে পানি বাড়ায় দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়তে থাকায় নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। চরাঞ্চলে পানি ঢুকে পড়ায় অনেক জমি পানিতে ডুবে গেছে। এ অবস্থায় ভাঙন আতংকে রয়েছেন নদীতীরের বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ আগস্ট) ভোর ৬টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাই পয়েন্টে ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পানি বাড়ায় জেলার কাজিপুর, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরের চরাঞ্চলে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। প্রতিদিনই ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে জানান স্থানীয়রা।
জেলার চৌহালী উপজেলার বাসিন্দা লতিফ জানান, যমুনা নদীতে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীতীর ভাঙতে শুরু করেছে। এ বছর বন্যার পাানি নদীতে প্রবেশ করার পর থেকে প্রায় শতাধিক বসতভিটা ও অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের কৃষক হবিবর রহমান জাগো নিউজকে বলেন, ‘চরাঞ্চলে পানি প্রবেশ করায় অনেক জমি পানিতে ডুবে গেছে। কেউ কেউ ভেবেছিলেন যে পানি হয়তো বাড়বে না। এটা ভেবে অনেকে জমিতে আবাদ করেছেন। কিন্তু হঠাৎ করে পানি বাড়তে থাকায় এসব ফসল ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। তবে পানি বাড়লেও আপাতত বন্যার কোনো পূর্বাভাস আমাদের কাছে নেই। বৃষ্টি কমলে পানি কমে যাবে।
এসআর/এএসএম