ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

ঝিনাইদহ সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়নাল ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
স্থানীয় কৃষক আশরাফুল জানান, আয়নাল সকালে জমিতে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের পিলারের আর্থিংয়ের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম