কক্সবাজারে চিহ্নিত সন্ত্রাসী কলিম গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৮ আগস্ট ২০২২

কক্সবাজারের রামুর পাহাড়ি জনপদ ঈদগড়ের চিহ্নিত অপরাধী কলিম উল্লাহ ওরফে কলিম (৩৮) ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) রাত ৮টার দিকে তাকে ঈদগড় বাজার থেকে গ্রেফতার করা হয়।

তিনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিশ্যাঘোনা এলাকার নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র, মাদক, অপহরণ, দখলবাজিসহ ১০-১২টি মামলা বিচারাধীন।

পুলিশ জানায়, বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল কলিম উল্লাহর বিরুদ্ধে। গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ২০২০ সালে ঈদগাঁও ঈদগড় সড়কে তরুণ সংগীত শিল্পী জনি রাজকে কুপিয়ে হত্যা করে একদল ডাকাত। ওই ঘটনায় কলিমের সম্পৃক্ততা থাকার সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। জামিনে বেরিয়ে তিনি ফের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।