নিষেধাজ্ঞা অমান্য করে সপরিবারে সুন্দরবন ভ্রমণে প্রতিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৮ আগস্ট ২০২২

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রজনন ঋতুর কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু খোদ বন বিভাগের লঞ্চে স্ত্রী-সন্তানদের নিয়ে সুন্দরবন ভ্রমণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

অবশ্য বাগেরহাট সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার দাবি, বন বিভাগের লঞ্চে প্রতিমন্ত্রী শুধুমাত্র রেঞ্জ এলাকার সামনে নিয়ে নদীতে ঘুরেছেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় ফিরে এসেছেন।

রোববার (৭ আগস্ট) বিকেলে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুন্দরবন অংশ পরিবারসহ ভ্রমণ করেন প্রতিমন্ত্রী।

এদিকে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে গাড়িবহর নিয়ে সরকারি সফর দেখিয়ে দিনভর ভাইয়ের বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপির সফরসূচি থেকে জানা যায়, রোববার (০৭ আগস্ট) সকাল ৬টায় তিনি সড়ক পথে তার ঢাকার বাসা থেকে শরণখোলার উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সিডিডির নির্বাহী পরিচালক এ.এইচ.এম. নোমান খান, প্রতিমন্ত্রীর স্ত্রী, ২ সন্তানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

বনবিভাগের লঞ্চে পরিবার নিয়ে ভ্রমণ নিষিদ্ধ সুন্দরবনে প্রতিমন্ত্রী

এ সময় প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন কর্তৃক আয়োজিত এক সুধি সমাবেশে তার বক্তব্যে সিডিডির নির্বাহী পরিচালক এ.এইচ.এম. নোমান খানকে তার বড় ভাই উল্লেখ করে বলেন, সারা দেশে পরিচিত ব্যক্তি তিনি। যিনি আজ শরণখোলায় বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সাজিয়েছেন। প্রতিমন্ত্রী সিডিডির প্রজেক্ট অফিস পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

তবে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত বলেন, এটি সিডিডি (সেন্টার ফর ডিজএাবিলিটি ইন ডেভেলপমেন্ট) এনজিওর অনুষ্ঠান। উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসনের অনুষ্ঠান হলেতো তারাই আয়োজন করতেন।

কিন্তু সিডিডির শরণখোলা প্রজেক্ট অফিসের ফিল্ড কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম বলেন, এটি সরকারি প্রোগ্রাম। উপজেলা প্রশাসন এটির আয়োজন করেছে। গত ২০২০ সাল থেকে শরণখোলায় তারা কাজ করছেন বলে উল্লেখ করেন।

রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, তার ইউনিয়নে সিডিডি এনজিওর উদ্যোগে বৃষ্টির পানি সংগ্রহের জন্য পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপির একান্ত সচিব খন্দকার মু. মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।