নেত্রকোনায় শিশুকে বলাৎকার, বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ আগস্ট ২০২২

নেত্রকোনার মদন উপজেলায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে ফজলুর রহমান (৬০) নামের এক কৃষককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মদন থানা পুলিশ।

রোববার ৯৭ আগস্ট) রাতে বলাৎকারের ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার শিশুটির বয়স ১১ বছর।

পুলিশ সূত্র জানায়, রোববার রাতে বিদ্যুৎ না থাকায় শিশুটি দরজা খোলা রেখে নিজ ঘরে ঘুমিয়েছিল। এ সুযোগে প্রতিবেশী ফজলুর রহমান ওই ঘরে ঢুকে শিশুটিকে বলাৎকার করেন। এ সময় শিশুটির চিৎকারে তার স্বজনরা এসে ফজলুর রহমানকে আটক করেন। সোমবার দুপুর ১২টার দিকে মদন থানা থেকে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আসামিকে আদালতে তোলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।