নেত্রকোনায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৮ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

নেত্রকোনার পৌরশহরের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে রাহুল বাসফোর (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে পৌরশহরের মোক্তারপাড়ায় অবস্থিত আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

রাহুল কুরপাড় এলাকার নসিব বাসফোরের ছেলে। সে দত্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল চারজন সহপাঠী বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নামে। সাঁতার কাটার সময় একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ পুকুরে ডুবে শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।