ঝিনাইদহে স্বামীর হাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:৫৮ এএম, ১০ আগস্ট ২০২২
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী মতিয়ার রহমান। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে এ ঘটনা ঘটে।

তাদের দুই মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়ে প্রতিবন্ধী ও এক মেয়ের বিয়ে হয়েছে।

নিহতের প্রতিবেশী হযরত আলী ও আলম হোসেন জাানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে সংসারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। সম্ভবত পারিবারিক কলহের জের ধরেই গভীর রাতে পিটিয়ে ও কুপিয়ে পারুল বেগমকে হত্যা করেন মতিয়ার রহমান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। ভোর রাতের দিকে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।