মেয়াদোত্তীর্ণ পণ্যে বর্ধিত মেয়াদের সিল, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১০ আগস্ট ২০২২

বাগেরহাটে অবৈধ বিদেশি কসমেটিকস মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্যে বর্ধিত মেয়াদের সিল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে দিপংকর সাধু নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে বাগেরহাট শহররক্ষা বাঁধ সংলগ্ন জয়হরি এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানা করেন।

এছাড়া ওই ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ পণ্য, আমদানিকারকের সিল ও নাম না থাকা পণ্য, অবৈধ বিদেশি কসমেটিক্স কোম্পানির কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

jagonews24

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়হরি এন্টারপ্রাইজের গুদামে আমদানিকারকের নাম ও মেয়াদবিহীন বিভিন্ন কসমেটিক্স, মেয়াদোত্তীর্ণ বেশকিছু কসমেটিকস পাওয়া গেছে। যা তিনি বিভিন্ন খুচরা দোকানে সরবরাহ করতেন। এছাড়া বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্যে মেয়াদ বৃদ্ধির সিল ও স্টিকার মারতেন তারা। গুদামের মধ্যে পণ্যের গায়ে সিল ও স্টিকার লাগানোর ব্যবস্থা রয়েছে তাদের। এসব অপরাধে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।