আসল মোড়কের আড়ালে নকল পণ্য বাজারজাতকরণ!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১১ আগস্ট ২০২২

নাটোরের সিংড়ায় একটি নকল কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ নকল কারখানার সন্ধান পান স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, সেখানে তৈরি হচ্ছে জুস, কলম, জুতা ও ওয়াশিং পাউডার। পণ্যের আসল মোড়ক ব্যবহার করে সেখানে নকল পণ্য বাজারজাত করে বিক্রি করেন আলমগীর কবির নামের এক ব্যক্তি। তিনি নওগাঁর আত্রাই উপজেলার উলাবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

jagonews24

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কাজ না করে রাতের আঁধারে গোপনে কয়েকজন শ্রমিক নিয়ে এসব তৈরি করছেন আলমগীর কবির।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে গোপনে আসল মোড়ক ব্যবহার করে নকল সার্ফ এক্সেল, হোয়াইট, ফাস্ট হোয়াইট ওয়াশিং পাউডার, জুস, জুতা ও কলম তৈরি করে বাজারজাত করছেন আলমগীর কবির। অবৈধ ও নকল কারখানা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

jagonews24

এ বিষয়ে আলমগীর কবির বলেন, আসল মোড়ক ও ওয়াশিং পাউডার রাজধানীর চকবাজার থেকে কিনে এনে প্যাকেট করে বাজারে বিক্রি করি। তবে রাতে কোনো কাজ করি না, দিনের বেলায় করি।

তিনি দাবি করেন, তার শুধু ট্রেড লাইসেন্স রয়েছে, অন্যান্য কাগজপত্র অনুমোদন প্রক্রিয়াধীন। এটা যদি অবৈধ হয় তাহলে বাদ দিয়ে শুধু জুতা তৈরি করবেন বলেও জানান আলমগীর কবির।

jagonews24

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি। তার অনুমতির কোনো কাগজপত্র নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।