রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালামালসহ আটক ৪
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামালসহ চারজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে খুলনা র্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটকরা হলেন- বাগেরহাট সদরের বাসিন্দা মো. রাসেল (৩৮), রামপালের বাসিন্দা মো. আসাদ শেখ (৩২), মো. সোহেল শেখ (২১) ও মোংলার বাসিন্দা সুব্রত রায় (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ আগস্ট রাতে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানির অন্তর্ভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে ৫০০ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন সিড চুরি হয়। যার মূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে বিভিন্ন প্রকার ইলেকট্রিক সামগ্রী চুরি হয়।
চুরির বিষয়ে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ ১১ আগস্ট বৃহস্পতিবার র্যাব-৬ এ একটি লিখিত অভিযোগ দেন। একই ভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৬ এর একটি দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুরি হওয়া অ্যালুমিনিয়াম প্লেইন সিড বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় রয়েছে।
থানার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথম দফায় চুরি হওয়া ৫০০ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন সিডের মধ্যে ৪৬৫ কেজি উদ্ধার হয়। এ সময় রাসেলকে আটক করা হয়। এছাড়া একই এলাকা থেকে দ্বিতীয় দফায় চুরি হওয়া একটি কপার ফ্লাট, ১১ কেজি কপার ক্যাবল, দুটি কপার কন্ডাকটার উদ্ধার করা হয়। এ সময় আসাদ শেখ, সোহেল শেখ ও সুব্রত রায়কে গ্রেফতার করা হয়। চুরির ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এসজে/এমএস