ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৪ আগস্ট ২০২২
ফাইল ছবি

পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মাকসুদা বেগম (৪২) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকালে স্কুল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মাকসুদা বেগম উপজেলার কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের স্কুলশিক্ষক নুরে আলমের স্ত্রী।

কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেদার উদ্দিন তালুকদার জানান, সকালে নিজ বাড়ি থেকে ভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন মাকসুদা বেগম। এ সময় অসাবধানতাবশত গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজ্জল মন্ডল জানান, ওই শিক্ষিকার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।