লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলার সব আসামি খালাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৭ আগস্ট ২০২২

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মো. রুবেলকে (২৫) মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার ১৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, রুবেল হত্যা মামলার আসামিদের আদালত খালাস দিয়েছেন। রুবেলকে হত্যা করতে সাক্ষীরা কেউ দেখেননি। আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষীই কোনো অভিযোগ করেননি।

নিহত রুবেল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ও দত্তপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এজাহার সূত্র জানায়, রুবেল দক্ষিণ মান্দারী গ্রামে বড়বোন লাইলী আক্তারের বাড়িতে ছিলেন। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দুপুরে কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নেন। ওই রাতে গলা কেটে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরদিন সকালে দত্তপাড়ার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পুকুরের পাশে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তখন তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার ২১ দিন পর নিহতের মা নয়ন বেগম বাদী হয়ে সন্ত্রাসী বাহিনী প্রধান মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। এরপর ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর লাদেন মাসুমসহ ১৯ জনের বিরুদ্ধে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে মো. জসিম ও মো. ইউসুফ মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি চান তদন্ত কর্মকর্তা। ২০১৭ সালের ২ নভেম্বর সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে মামলার অন্যতম আসামি লাদেন মাসুম মারা যান।

অন্য আসামিরা হলেন- কামরুল বেগম, মুরাদ হোসেন, মাসুদ রানা, নিশাদ আলম, মো. সোহাগ, মোরশেদ আলম, মো. নাছির প্রকাশ কানা নাছির, মো. সোহাগ, রিয়াজ হোসেন, ফরহাদ হোসেন, আমির হোসেন সুমন, মো. বাহার, মো. রাকিব, কামাল হোসেন, মুরাদ হোসেন ও সাদ্দাম হোসেন। দীর্ঘ শুনানি ও ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামিরা দোষী প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, হত্যা মামলায় সব আসামি খালাস পাওয়ার ঘটনা আমাদের ব্যথিত করেছে। তাহলে রুবেলকে কারা হত্যা করেছে?

কাজল কায়েস/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।